|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ মে, ২০২৪
কুড়িগ্রামে শিল্প কারখানার বিভিন্ন প্রকারের দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়ন গড়তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
এসময় সহকারী পরিচালক রেজাউল করিম সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ, ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের সুবিধা, অটোরাইসমিল সৃষ্ট ধোঁয়া ও ছাই ব্যবস্থাপনা, তরল বর্জ্য পরিশোধনে ইটিপি স্থাপন এবং চিকিৎসা বর্জ্য নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সকল শিল্প-প্রতিষ্ঠানের কারখানার বর্জ্য পরিবেশসম্মতভাবে নিয়ন্ত্রণ ও অপসারণপূর্বক দূষণ নিয়ন্ত্রণ করে সবুজ শিল্পায়ন গড়ারও পরামর্শ দেন।
এ সময় সভায় জেলার বিভিন্ন শিল্প-কারখানার উদ্যোক্তাসহ পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.