|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে হাটহাজারীবাসীর জনসভা
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৪
আরব আমিরাতে বিশিষ্ট সংগঠক আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা করেছে আমিরাতস্থ হাটহাজারীবাসী। গত মঙ্গলবার আজমানস্থ দুবাই রেস্টুরেন্ট হলরুমে এ জনসভা অনুষ্ঠিত হয়।
রেজাউল করিম মাসুমের সভাপতিতে ও তহিদুল আলম জিলানির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ মোশারফ হোসেন, ইসমাইল গনি চৌধুরী, ফারুক নোমান, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
আগামী ২১ মে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাটহাজারী গণমানুষের নেতা, সৎ, নির্ভীক ও পরোপকারী, রাজনীতিবিদ, হাটহাজারীর ১০৬ টি ওয়ার্ডের সুপরিচিত কর্মীবান্ধব আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরীর আনারস মার্কার সমর্থনে ভোট দেয়ার লক্ষ্যে বক্তারা বলেন, দলের দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। তাই হাটহাজারীবাসীর উন্নয়ন ও সুখ-দুঃখে পাশে থাকার বিবেচনায় আনারস মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.