|| ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাদিয়া নূর (তনু)
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৪
দ্বিতীয় ধাপের সাভার উপজেলা পরিষদ নির্বাচনেকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রজাপতি প্রতীকের অধ্যক্ষ নাদিয়া নূর (তনু)।
প্রতীক পাওয়ার পর থেকেই তিনি দিনরাত্রি ছুটে চলছেন ভোটারদের দ্বারেদ্বারে। প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন, জনমতেও এগিয়ে রয়েছেন তিনি। প্রতিদিন কর্মীসমর্থকদের সাথে নিয়ে সাভার উপজেলার ও পৌরসভার বিভিন্ন এলাকার হাট-বাজার,পাড়া মহল্লায় গণসংযোগ চালিয়েছেন। প্রচার-প্রচারণার শেষ মূহুর্তেও যেখানেই যাচ্ছেন মানুষ তাকে আপন করে নিচ্ছেন,দিচ্ছেন ভোট দেওয়ার প্রতিশ্রুতিও।
সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ নাদিয়া নূর (তনু) বলেন,আমি মানুষের জন্য প্রার্থী হয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ। উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের কাছে ভোট ও দোয়া প্রত্যাশা করেন তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.