|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কমলনগর ও রামগতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অধিক নিরাপত্তা ব্যবস্থা
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৪
লক্ষ্মীপুরে প্রথম ধাপে কমলনগর ও রামগতি উপজেলা পরিষদ নির্বাচন আগামী কাল (৮মে) বুধবার। ভোট গ্রহন চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত। দুই উপজেলায় ১৪৩ টি কেন্দ্র। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২২টি।
সুষ্ঠ ভোট গ্রহনের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র পরিদর্শন করে অধিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানান রির্টানিং কর্মকর্তা। রামগতি উপজেলায় ১৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে লিখিত অভিযোগ জানান চেয়ারম্যান প্রার্থী রোকেয়া আজাদ ও আবদুল ওয়াইদ। তাদের আবেদনের প্রেক্ষিতে বিবির হাট রশিদীয়া হাইস্কুলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। কেন্দ্র নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এছাড়া সুষ্ঠ ভোট গ্রহনের লক্ষ্যে নির্বাচনী এলাকাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন, সহকারী ভুমি কমিশনার মানষ চন্দ্র দাস।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.