|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিলো বাবা ছেলের প্রাণ
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৪
হাসান আহমেদ, হাজীগঞ্জ প্রতিনিধি।
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার বিকালে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের বাকিলা ইউনিয়নের গোগরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের পয়ালজোস মোল্লা বাড়ির আবু তাহের ও তার ছেলে মামুন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন। স্থানীয়রা জানিয়েছেন, তারা ৫ জন চাঁদপুর সদরের সফরমালীতে গরু কিনতে যাচ্ছিল। পথে চাঁদপুর গামী বালুবাহী পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাহের ও মামুনের মুত্যু হয়। বাকীদের মুমূর্ষ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে পিকআপ জব্দ করেছি । লাশ উদ্ধার করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.