|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৪
হাসান আহমেদ, হাজীগঞ্জ প্রতিনিধি।
হাজীগঞ্জে পৃথক তিনটি অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি'কে আটক করেছে পুলিশ।
গেলো শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আব্দুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি টাওয়ারে কাছে অভিযান পরিচালনা করে দু'ইশত পিস ইয়াবাসহ মুকবুল হোসেন(২৮)কে হাতেনাতে গ্রেফতার করে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৬০হাজার টাকা। পৃথক আরেকটি অভিযানে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড এলাকায় বিকালে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারি'কে একশত পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। যার বাজার
আটককৃত মাদক কারবারি বাকিলা খলাপাড়া এলাকার জাকির হোসেন(৪০), ও ৫নং সদর ইউনিয়নের জাবেদ(১৮)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, আটককৃত মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথল জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.