|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা স্থাপনের পক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগের পদয়াত্রা ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৪
বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার আয়োজন নিরীহ ফিলিস্তিনিদের উপর মানবতাবিরোধী অপরাধ পরিচালনার বিরুদ্ধে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা স্থাপনের পক্ষে পতাকা উত্তোলনের দাবিতে পদযাত্রা ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৬মে) সোমবার বেলা ১১ টায় শহরের বায়তুল আমান সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখা ক্যাম্পাস প্রঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি পদয়াত্রা বের করা হয় পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি তানজিমুল রশীদ চৌধুরী রিয়ানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ,সহ সভাপতি আশিক মোরতাজা হাসান জয়,সহ সভাপতি ইমামুল মিয়া আজম,শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত,সদর থানা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা,জেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক আফ্রিদুজ্জামান সয়েম,সহ- সভাপতি রাকিবুল ইসলাম রাব্বি, শফিউল আশরাফী,রাইসুল ইসলাম বাপ্পি,জাহিদুল ইসলাম মীম,দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী অর্ঘ্য,সমাজসেবা সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির, উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আজিজুল হক আনিম,উপ দপ্তর সম্পাদক কাউসার আহমেদ আবিদ, ইয়াছিন কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া ইসলাম রানা,অর্থ সম্পাদক মিরাজুল ইসলাম ইফাত, উপ দপ্তর সম্পাদক নাইম হোসেন ,উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান,সহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ।
উক্ত সমাবেশে বক্তারা বলেন যে, দখলদার ইসরাইলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ ও ফিলিস্তিনির মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বিদ্যমান রয়েছে। বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ক্রমাগত ও জোরালো সমর্থক এবং ইসরাইলের দখলদারিত্বের বিরোধী। বাংলাদেশ ১৯৬৭ সালে নির্ধারিত সীমানা অনুযায়ী জেরুজালেমকে ফিলিস্তিনির রাজধানী হিসেবে সমর্থন করে। বাংলাদেশ সরকার ফিলিস্তিনি ছাত্রদের বাংলাদেশে মেডিকেলে কলেজগুলোতে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে।বর্তমান সময়ে নিরীহ ফিলিস্তিনিদের উপর মানবতা বিরোধী অপরাধ পরিচালনার বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজ ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তার সাথে সংহতি প্রকাশ করেছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.