|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে কম্বাইন্ড হারভেস্টার পেলেন ৩জন কৃষক
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৪
কৃষকদের আধুনিক পদ্ধতিতে দ্রুত ও সহজভাবে ধান, গম, ভুট্টা, শরিষা এসব ফসল কর্তন ও মাড়াইয়ের জন্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৩জন কৃষকের নিকট তুলে দেওয়া হলো হারভেস্টার মেশিন। কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিক করণ প্রকল্পের আওতায় উপজেলার আওলাই ইউনিয়নের আবুল বাসেত ও ইসমাইল এবং কুসুম্বা ইউনিয়নে জাহিদ হাসান মন্ডলকে হারভেস্টার মেশিন দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩২ লাখ টাকা মূল্যের হারভেস্টার মেশিন ৫০% ভূর্তকী মূল্যে ১৬ লক্ষ ৫৩ হাজার টাকা দিয়ে মেশিন ও চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজেস গুপ্ত ও উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.