|| ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
আগুনে পুড়ে যাওয়া ১০টি বসতঘরের পরিবারকে দেখতে যান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ আলী রেজা
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৪
সুনামগঞ্জের ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে ১০,টি পরিবারের আধাপাকা ও টিনসেডের বসতঘর পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ( ২ মে ) রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি মনিপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
মুহুর্তের মধ্যে আগুনে গ্রামের রফিক মিয়া, মুহিউদ্দিন, শফিক উদ্দিন, আনোয়ার হোসেন, আবুল বশর, আবুল হাসনাত, আমির হোসেন, আবুল কালাম, আবুল হোসেন ও আফিয়া বেগমের বসত ঘরসহ প্রতিটি পরিবারের আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, মুল্যবান কাগজ ও জিনিসপত্র পুড়ে যায়।
এদিকে, রবিবার(৫ মে)অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে যান আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ভি,পি,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ আলী (রেজা)১০,টি,পরিবারের হাতে ১০টি খামে নগদ টাকা দিয়ে তাদের সহযোগিতা করেন,এসময় তার সাথে ছাতক উপজেলার বিভিন্ন এলাকার নেতা কর্মী বৃন্দরা সহ ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে যান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.