|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
অভিন্ন সার্ভিস বিধি ও বৈষম্য দূরীকরণের দাবিতে বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে অভিন্ন সার্ভিস বিধি বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ , কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, ষ্ট্যান্ড রিলিজ ও বাপবিবোতে সংযুক্ত করার প্রতিবাদে এবং ১৬ দফা দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে সোমবার (৬ মে) সকাল থেকে পৌর শহরের পাখি মারা এলাকায় অবস্থিত বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে কর্মবিরতি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতির সামনে সকল কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মবিরতিতে বিদ্যুৎ সুবিধা সচল রেখে সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়।
বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বলেন, সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার গ্রাহকের পেশাগত সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয়ার কারনে ৬ এজিএমকে সাময়িক বরখাস্ত, ষ্ট্যান্ড রিলিজ করার প্রতিবাদ করে পদ-পদবী ও পদমর্যাদার বৈষম্য, চুক্তি ভিত্তিক নিয়োগকে স্থায়ী করা, পদোন্নতির সুযোগ রাখা, ছুটি ভোগের সুবিধা, ৫% বিশেষ প্রণোদনা দেওয়া সহ ১৬ দফা দাবি তুলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.