|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
শ্রীনগর বাজার আহবায়ক কমিটির উদ্যোগে তৃষ্ণার্তদের শরবত পান
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৪
শ্রীনগর বাজার আহবায়ক কমিটির উদ্যোগে তৃষ্ণার্তদের শরবত পান
শ্রীনগরে তীব্র অসহনীয় গরমে পথচারী ও সাধারণ মানুষকে খানিক স্বস্তি দিতে ঠান্ডা শরবত পান করিয়েছে শ্রীনগর বাজার কমিটি।
৪ মে শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে শ্রীনগর বাজারে আসা সাধারণ মানুষদের শরবত পান করানো হয়।
শ্রীনগর বাজার আহবায়ক কমিটির উদ্যোগে বাজারের প্রবেশ পথ যথা
শ্রীনগর সার্কেল অফিস সংলগ্ন ,উর্মি ফ্যাশন, হাসপাতাল মাঠ সংলগ্ন, শ্রীনগর প্লাজা সহ কয়েকটি স্হানে এ শরবত পান করানোর ব্যাবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর বাজার কমিটির আহবায়ক মোঃতোফাজ্জল হোসেন,আরও উপস্থিত ছিলেন,সাজ্জাদ হোসেন , আবুবকর সিদ্দিক অরেঞ্জ, মোঃ দেলোয়ার হোসেন, শামসুল ইসলাম, সেন্টু ঘোষ,টিটন সাহা,জায়েদুল ইসলাম কালু,দেলোয়ার হোসেন বাবুল প্রমুখ।
শ্রীনগর বাজার কমিটির আহ্বায়ক মোঃতোফাজ্জল হোসেন বলেন, গত বৃহস্পতিবার থেকে আমরা এই কার্যক্রম চালু করেছি,আবহাওয়ার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.