|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান হেলাল চৌধুরীকে কিশোরগঞ্জে সংবর্ধনা
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৪
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান বৃহস্পতিবার ময়মনসিংহের কৃতি সন্তান লুৎফুর রহমান চৌধুরী হেলালকে শনিবার (৪ঠা মে) কিশোরগঞজ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। কিশোরগঞ্জ রেড ক্রির্সেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আাজাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র পারভেজ মিয়া ও জেলা আওয়াামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম,এ আফজল। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংবর্ধিত অতিথি লুৎফুর রহমান চৌধুরী হেলালকে একটি বিশাল মোটর-সাইকেল শো-ডাউন সহ সভা মঞ্চে নেয়া হয় এবং ব্যাপকভাবে মাল্যভূষিত করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফুলের তোড়া ও সম্মাচনা ক্র্যাট প্রদান করা হয়। হেলাল চৌধুরী তাঁর বক্তব্যে কিশোরগঞ্জ বাসী তথা রেড ক্রিসেন্ট সোসাইটির সকল ডেলিগেট ও কাউন্সিলর গণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী ৩বছর দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কার্য্যকরী কমিটির অন্যতম সদস্য ও নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী স্বপন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল সহ কিশোরগঞ্জ জেলা শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.