|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে মেসি- ট্রাকেরদৌরাত্ব” মেসির আঘাতে পথচারী গুরুতর আহত
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৪
আজ ৪ মে সকাল ১০ টার দিকে পাঁচবিবির রামচন্দ্রপুর এলাকায় হিলি- পাঁচবিবি মহাসড়কে একটি মেসি পেছন থেকে ধাক্কা দিলে রামচন্দ্রপুর গ্রামের মনি মহন্তের পুত্র প্রদীপ মহন্ত গুরুতর আহতে হলে স্থানিয় গ্রামবাসী তাৎখনিক উদ্ধার করে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়,অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়া ম্যাডিকেলে স্থানান্তর করা হয়।তার অবস্থা আশংকাজনক।সে ইটভাটায় মজুরের কাজ করে। যদিও জয়পুরহাট জেলা প্রশাসন দিনের বেলায় সড়ক মহাসড়কে মেসি ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল,কেহই তা তোয়াক্কা না করে ব্যাপক ভাবে ইট,বালু,মাটি বহন অব্যাহত রেখেছে।এ সব জান চলাচল অনিয়ন্ত্রিত,অনেকের ড্রাইভিং লাইসেন্স নাই,মালিকরা অল্প পয়সায় অশিক্ষিত চালক রেখে পয়সা কামিয়ে নিচ্ছে,আর সাধারন মানুষ অসহায় হয়ে দুর্ঘটানার শ্বিকার হচৃছে।প্রশাসন নিরব।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.