|| ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
চলন্ত ট্রাকে চালকের স্ট্রোক, ধাক্কা দিলেন প্রাইভেটকারকে
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৪
চালক স্ট্রোক করে মৃত অবস্থা প্রায়, তখনও চলছিল ট্রাক। এক পর্যায়ে সামনে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে থামলো ট্রাকটি। তবে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হলেও কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (৪ মে) দুপুর ১টা ১৫ মিনিটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ৯নং ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে, তবে চালকের পরিচয় পাওয়া যায়নি। এবিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, চট্টগ্রামমুখি মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে থেমে যায়। আশপাশের লোকজন তখন দেখতে পায়, ট্রাকের কোন ক্ষতি না হলেও ট্রাক চালক মৃত অবস্থায় চালকের সিটেই বসা আছে। চালকের শরীরে কোন আঘাতের চিহৃও নেই। চালকের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, চালক কোনো এক সময় স্ট্রোক করেছেন। এ সময় প্রাইভেটকারটিতে কোন যাত্রী ছিল না। তবে ট্রাকের চাপায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেছে। নিহত ট্রাক চালক এর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া প্রাইভেটকার ও ট্রাকটি বারআউলিয়া হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.