|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে টিকেট কালোবাজারী সদস্য গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৪
কিশোরগঞ্জের কুলিয়ারচর রেল স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৪ টি আসনের ৪ টি টিকেটসহ মোজাম্মেল হোসেন নামে এক টিকেট কালোবাজারী সদস্যকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।
শনিবার (৪ মে) সকালে কুলিয়ারচর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
ভৈরব রেলওয়ে থানার উপ- পরিদর্শক নয়ন মিয়া জানান, আজ শনিবার (৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর রেলওয়ে ষ্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের ১৪ টি আসনের ৪ টি টিকেটসহ মোজাম্মেল হোসেন কে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.