|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
সুনামগঞ্জের ছাতকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২৪
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৭ জন,ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় আবারো তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, বর্তমান উপজেলা চেয়াম্যান ফজলুর রহমান ছাড়াও আরো ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক, বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামীলীগ নেতা, মোঃ আওলাদ আলী রেজা, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম কিরন, মাহমুদ আলী, এবং আওয়ামীলীগ
নেতা আমজাদ আলী স্ব-স্ব মনোনয়ন পত্র অনলাইনে দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে আতাউল হক, ইজাজুল হক রনি, আফজাল হোসেন, আব্দুল জব্বার খোকন, নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, শহীদুজ্জামান, রকিব আহমদ এবং আব্দুস ছামাদ মনোনয়ন পত্র দাখিল করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.