|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে ‘ফারিসা’র কমিটি গঠন
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২৪
ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন (FARESA) নয়া কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১মে) ঢাকার বনানীর বুয়েট গ্রেজুয়েটস ক্লাবে আয়োজিত বিদ্যালয়টির শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর উপস্হিতিতে সাধারণ সভায় পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার পর এ কমিটি গঠন করা হয়।
বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে পৃষ্ঠপোষক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোতাহার হোসেন পাটোয়ারী কে সভাপতি ও প্রকৌশলী মহেশ চন্দ্র শর্ম্মা কে সাধারণ সম্পাদক এবং সাংস্কৃতিক ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন কে সমন্বয়ক করে ৩ বছর মেয়াদে কমিটি ঘোষণা করা হয়।
পরবর্তী সভায় সংগঠনটির উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মেলিত মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির শূন্য পদ পূরণ করা হবে।
সাধারণ সভার আলোচনা পর্বে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সংগঠনটির ভবিষ্যৎ করনীয় কর্মসূচী নির্ধারণের বিষয়ে বস্তুর আলোচনা করেন৷
সভায় বিদ্যালয় থেকে পড়াশোনা করা শিক্ষার্থীদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সহায়ক প্রদক্ষেপ গ্রহণ, শিক্ষাবৃত্তি প্রদান, সামাজিক কর্মকান্ড পরিচালনা এবং বছরের নির্দিষ্ট সময়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.