|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান দুই পদে ৭জনের মনোনয়ন দাখিল
প্রকাশের তারিখঃ ২ মে, ২০২৪
এফ.এ.মানিক (ফরিদগঞ্জ প্রতিনিধি)
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন বৃহষ্পতিবার (২মে) পর্যন্ত চেয়ারম্যান পদে ৫জন, ভাইসচেয়ারম্যান (পুরুষ)পদে ৪ জন ও ভাইসচেয়ারম্যান (মহিলা) পদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ রায়হান আরেফিন জানান , চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ইঞ্জি: মোহাম্মদ আমির আজম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া এবং চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন।
ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির, যুবলীগ নেতা কামরুজ্জামান পাটওয়ারী সবুজ, অ্যাডভোকেট কামরুল ইসলাম রোমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এ একটানা ভোট গ্রহণ চলবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.