|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রজাপতি মার্কা প্রতীক পেয়েছেন সাভার উপজেলা পরিষদ নিবার্চনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাদিয়া নূর (তনু)
প্রকাশের তারিখঃ ২ মে, ২০২৪
আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ নাদিয়া নূর (তনু) প্রজাপতি মার্কা প্রতীক পেয়েছেন। আজ সাভার উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দে তাকে এ প্রতীক দেওয়া হয়। আসন্ন ২১ মে ২০২৪ ইং আগামী সাভার উপজেলা পরিষদ নির্বাচন। তিনি সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক নাদিয়া নূর তনু দায়িত্ব পালন করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের বর্ণ পরিবেশ বিষয়ক উপ কমিটির অন্যতম সদস্য ।এলাকাবাসীরা জানান, অধ্যক্ষ নাদিয়া নূর (তনু) একজন সৎ সাহসী মেয়ে, আমাদের যে সকল সাহায্য চাইতাম তার কাছে গেলে সে কখনো ফিরিয়ে দিতনা, সে সবসময় আমাদের পাশে ছিল, তাই আমরা আগামী সাভার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ নাদিয়া নূর (তনু) বলেন, মানুষের সেবা করাই আমাদের পারিবারিক ঐতিহ্য। তাই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের রাজনীতি। নির্বাচন করার বিষয়টি বড় কিছু নয়। মানুষের জন্য কাজ করি বলেই সাধারণ মানুষ আমাদের পাশে থাকে।
আমি আগামী সাভার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় যুক্ত হলে আমি মানুষের সেবায় সর্বদা থাকবো, আমি সকলকে অনুরোধ করব।এবং সকলে আমাকে আমার প্রজাপতি মার্কা প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন আমি ইনশাআল্লাহ সব সময় আপনাদের পাশে থাকবো।
স্থানীয় সূত্রে জানা যায় তিনি সাভার পৌর ৭নং ওয়ার্ডের বাসিন্দা। সে তফসিল ঘোষিত আগামী সাভার উপজেলা পরিষদ নির্বাচনে সকল ভোটারদের নিকট দোয়া কামনা করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.