|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর শেরপুরে র্যাবের অভিযানে গাঁজাসহ ২জন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২ মে, ২০২৪
নওগাঁ জেলার মহাদেবপুর থানায় শেরপুর এলাকায় র্যাবের অভিযানে ২ কেজি ৬'শ গ্রাম গাঁজাসহ ২জন মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাটের ১টি চৌকস আভিযানিক দল গত ১ মে বুধবার বিকেলে নওগাঁ জেলার মহাদেবপুর থানার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬'শ গ্রাম গাঁজাসহ একই থানার গোপাল কৃষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র মাদকব্যবসায়ী শরিফুল ইসলাম (২৪) ও সুলতানপুর গ্রামের মৃত মমতাজের পুত্র আব্দুল আলিম (২১) কে গ্রেফতার করে।আজ ২ মে বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী শরিফুল একজন চিহ্নিত মাদককারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আব্দুল আলিমের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে নওগাঁ জেলার বদলগাছি থানায় ধৃত আসামীদের সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.