|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
তীব্র তাপদাহে দিনমজুরের মৃত্যু, অসহায় পরিবারটির পাশে জেলা প্রশাসন
প্রকাশের তারিখঃ ২ মে, ২০২৪
কুড়িগ্রামে প্রচন্ড গরমে জমিতে ধান কাটতে গিয়ে আবুল হোসেন (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হবার পর বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের।
পরে বুধবার(১ মে) রাত ১০টার দিকে জেলা প্রশাসন থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম গিয়ে মৃত দিনমজুর পরিবারটির হাতে নগদ ২৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা হিসেবে দেন।
এর আগে একইদিন বুধবার (১ মে) সকালে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দিনমজুর সদরের মোগলবাসা ইউনিয়নের ফারাজি পাড়া গ্রামের বাসিন্দা।
মৃত আবুল হোসেনের স্ত্রী বলেন,’হামরা গরীব মানুষ। হামার স্বামী কোনমতে কামলা দিয়া সংসার চালায়। এই কাজ করবার গিয়া স্বামী হামার মারা গেলো। ডিসি অফিস থাকি সাহায্য করিল,বেটাকে এই টাকা দিয়া ব্যবসা ধরে দেমো।’
সদরের মোগলবাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.আসাদুজ্জামান খন্দকার বলেন,’আবুল হোসেন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় বুধবারও অন্যের জমিতে কাজ করতে যায়। সকালে জমিতে ধান কাটার সময় তীব্র রোদ ও গরমে তিনি মারা যান। এটি নিয়ে পত্রিকায় খবর প্রকাশের পর পরিবারটিকে ডিসি স্যার টাকা ও খাবার দিয়ে সাহায্য করেছেন।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম বলেন,’দিনমজুরের মৃত্যুর সংবাদটি ডিসি স্যারের দৃষ্টিগোচর হয়। স্যারের নির্দেশে পরিবারটিকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।’
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.