|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে অনুমোদন না নিয়ে বিষাক্ত কেমিক্যাল দিয়ে সবান তৈরী করায় জরিমানাসহ আটক ১
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসটিআই এর অনুমোদনহীন সবান তৈরী করার দায়ে একটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১১টার দিকে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগরস্থ রয়েল সুপ এন্ড কেমিক্যাল এর কারখানায় বিএসটিআই এর অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র না নিয়ে আবাসিক এলাকায় বিষাক্ত কেমিক্যাল দিয়ে সবান তৈরী করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী রয়েল সুপ এন্ড কেমিক্যাল কারখানা নামক প্রতিষ্ঠানকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানের তত্বাবদায়ককে আটক করে পুলিশ হেফাজতে দেয়া হয়। আটককৃত ব্যক্তি হলেন, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বৈলতলী এলাকার বিধান দাস এর পুত্র কাঞ্চন দাস (৪০)। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান। এসময় অভিযানে কারখানে থেকে প্যাকেটজাত ও ছড়ানো ছিটানো ১০ হাজার বল সাবান এবং মেয়াদোউত্তীর্ণ ৫০ ড্রার্ম বিষাক্ত কেমিক্যাল উদ্ধার করা হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিএই কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। এবিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান বলেন, সীতাকুণ্ডের ইমামনগর এলাকায় অনুমোদনহীন সবান তৈরী করার দায়ে রয়েল সুপ এন্ড কেমিক্যাল নামক একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। সাথে সাথে উক্ত প্রতিষ্ঠানের তত্বাবদায়ককে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে, যদি প্রতিষ্ঠান কর্তৃক জরিমানা পরিশোধ করা না হলে আটক তত্বাবদায়ককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হবে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.