|| ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
পূবাইলে ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাত গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৪
গাজীপুর মহানগরীর পূবাইল মাজুখান এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতরি কাজে ব্যবহার করার মত বেশ কয়েকটি দেশিয় অস্ত্র। আটককৃতরা হচ্ছেন,মাদারীপুর জেলা কালকিনি থানা লক্ষিপুর থানার বছা নতুন বাজার গ্রামের মৃত মিয়া চান সর্দারের ছেলে আব্দুল মালেক (৫২),কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার আছর উদ্দিনের ছেলে শামীম (৩০),শরীয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডিপুর গ্রামের আতাউর আলীর ছেলে মোঃ শাওন (৩০)।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূবাইল থানাধীন মাজুখান নিমতলি ব্রিজ এর পূর্ব পাশে ফাকা জায়গা হতে বসে বেশ কয়েকজন লোক আশে পাশের কোথাও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।এ সংবাদ থানা পুলিশের কাছে পৌঁছলে পুলিশের একটি টিম ওই স্থানে হানা দিয়ে উল্লেখিত ৩জনকে আটক ও তাদের নিকট হতে একটি কুড়াল ও ৩টি ছোড়া উদ্ধার করে।এ ব্যাপারে থানার এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বুধবার বিকেলে তাদেরকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.