|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পূবাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৪
গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রাকের ধাক্কায় শাহাদাত হোসেন মুন্না (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে মীরের বাজার চৌরাস্তার কামারগাঁও শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ফ্লাই ওভারের উপরে উত্তর পাশে পাকা রাস্তার উপর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন মুন্না ময়মনসিংহ জেলার নান্দইল থানার রামগাতি খালপাড় গ্রামের তোফাজ্জল হোসেন এর ছেলে।বর্তমান ঠিকানা মিরপুর-১ লালকুটি তৃতীয় কলোনি।
স্থানীয় সূত্রে জানা গেছে,মুন্না উক্ত রোড ও ফ্লাই ওভার প্রজেক্টের রোড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। মুন্না মোটরসাইকেল যোগে উলুখোলা হইতে বাইপাসের দিক যাওয়ার পথে মাল বুঝাই ট্রাক ভোগড়া বাইপাস হইতে উলুখোলার দিকে যাওয়ার পথে মাল বোঝাই ট্রাকটি মোটরসাইকেল আরোহী কে ধাক্কা দিলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়ক থেকে দূরে ছিঁটকে পড়েন এবং ঘটনাস্থলে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পূবাইল থানার অফিসার ইনচার্জ ওসি মো.কামরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.