|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস পালিত
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৪
দুনিয়ার মজদুর এক হও এক হও স্লোগানকে সামনে রেখে আজ ১লা মে ২০২৪ রোজ বুধবার সকালে আন্তর্জাতিক মহান (মে দিবস) শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা রিক্সা-ভ্যান-শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে গোহাটা ময়দান থেকে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে গোহাটা মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু। সংগঠনের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খালেকুল ইসলাম বকুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট- ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাভ: সামছুল আলম দুদু (এমপি)। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক মন্ডল, সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক ও যুগ্ম সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, আমি এই শ্রমিক সংগঠনকে ভালোবাসি।আমি যতদিন এমপি আছি ততদিন আমি এই শ্রমিক সংগঠনকে প্রতিমাসে ৫০ হাজার টাকা করে অনুদান দিবো। এতে বছরে ৬ লাখ টাকা সঞ্চয় হবে। এই টাকায় আপনারা প্রতি বছর মে দিবসের প্রোগ্রামে খরচ করবেন ও বিপদগ্রস্ত শ্রমিকের সাহায্য সহযোগিতা করবেন।শেষে দুপুরে উপস্থিত প্রায় ২ হাজার শ্রমিকদের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। অপরদিকে একই সময়ে পাঁচমাথা স্মৃতিসৌধ পৌর পার্ক প্রাঙ্গনে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথি ছিলেন,পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবসহ আরো অনেকেই।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.