|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে তীব্র তাপদাহে জমিতে ধান কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২৪
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমিতে ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে আবুল হোসেন (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (১ মে) সকাল ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই দিনমজুর ওই এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান খন্দকার। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নিহত আবুল হোসেন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় আজও অন্যোর জমিতে কাজ করতে যায়।
সকার ১১টার দিকে জমিতে ধান কাটার সময় তীব্র রোদ ও গরমে স্ট্রোক করে তিনি মারা যান। ধারনা করা হচ্ছে হিট স্ট্রোকে তিনি মারা গেছেন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, হিট স্ট্রোকে একজন মারা গেছেন বিষয়টি শুনেছি। তবে তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.