|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
মীরসরাইয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৪
মীরসরাইয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৩০ এপ্রিল) মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি কুলসুমা চম্পা (পদ্মফুল) মাসিক আইন-শৃঙ্খলা সভা চলাকালীন সময়ে লিফলেট বিতরণ করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা সভা চলাকালীন পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি কুলসুমা চম্পা তার নির্বাচনী লিফলেট বিতরণ করছিলেন। এমন অভিযোগে পদ্মফুল প্রতীকের প্রার্থী বিবি কুলসুমা চম্পাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.