|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে গাছের ডাল পড়ে পথচারীর মৃত্যু।।
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে গাছের মরা ডাল মাথায় পড়ে মতিবুল ইসলাম (৫০) নামের এক পথচারী ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে পাঁচবিবি-শালপাড়া সড়কের রঘুনাথপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত মতিবুল জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বড় ভাই জানান, সে পাঁচবিবি থেকে গরু বিক্রি করে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে পাঁচবিবি - শালপাড়া সড়কের রঘুনাথপুর নামক স্থানে পৌছিলে রাস্তার পাশে ইউক্যালিপটাস গাছের একটি মরা ডাল হঠাৎ করে তার মাথার উপর ভেঙ্গে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় ।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ ধলাহার ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজামের মাধ্যমে মৃতের লাশ তার পরিবারের নিকট হস্থান্তর করেন। এ ঘটনায় গ্রামে ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.