|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
তাজুল ইসলাম তাজ মনোনয়ন বাতিল আপিল শুনানি।
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৪
গোবিন্দ মল্লিক : মৌলভীবাজার।
আগামী ২১মে অনুষ্ঠিতর হবে মৌলভীবাজারে দ্বিতীয় দফায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।
এ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেছেন।
এদিকে তাজুল ইসলাম তাজ এর বিরুদ্ধে মামলার অভিযোগ দায়ের করলে রোববার সকালে আপিল শুনানি হয়।
সোমবার (২৯ এপ্রিল) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান তাজুল ইসলাম তাদের বিরুদ্ধে পাঁচ বছরের সাজা রয়েছে তাই তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে রোববার (২৮ এপ্রিল) দিনব্যাপী জেলা কার্যালয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
এদিকে তাজুল ইসলাম তাদের সাথে যোগাযোগ করলে তিনি জানান অবশ্যই আমি উচ্চ আদালতে আপিল করব এবং ইনশাল্লাহ আমার রায় আমারই পক্ষে আসবে এবং জনগণ আমার পক্ষে আছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.