|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ -ইউএই কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৪
সাগর চন্দ্র স্বপন, সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশ -ইউএই কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দু’দেশের যৌথ উদ্যোগে ‘নারীর ক্ষমতায়ন শীর্ষক কর্মশালা’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪ এপ্রিল দূতাবাসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। শ্রম কাউন্সেলর লুৎফুন্নাহার নাজীমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।
তিনি বলেন, দেশ-বিদেশে নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির অপরিহার্য ভুমিকার কথা মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস ও ইউএই কর্তৃপক্ষের সমন্বয়ে আসন্ন নভেম্বর মাসে আমরা এই ব্যতিক্রম ধর্মী আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিগত ৫০ বছরে বাংলাদেশ ও ইউএই’র আর্ত সামাজিক উন্নয়নে নারীদের ভুমিকার অনুলিপি কর্মশালায় তুলে ধরা হবে বলে জানান।
যেখানে দেশের খ্যাতিমান নারী নেতৃরা আলোচানায় অংশ নিবেন। তিনি এ কর্মশালা সফল করতে বাংলাদেশ কমিউনিটির প্রত্যেকটি সামাজিক সংগঠন ও নারী অঙ্গনের মহিলাদের এগিয়ে আসার আহবান জানান।উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,মিনিস্টার লেবার মোঃ আবদুল আউয়াল, মিশন উপপ্রধান মুহাম্মদ মীযানুর রহমান, আবুধাবি মহিলা অঙ্গনের সভানেত্রী সাইফুন নাহার জলি, বাইজুন্নাহার চৌধুরী, মারুফা বিনতে ইব্রাহিম, ফারাহ তাজিন এনি,প্রিন্সিপাল কিরন আক্তার, শাবরিনা শাহাবুদ্দিন (রিশা), নামেতা নাহরিন হোসেন তানিয়া, উম্মে সালমা, ফেরদৌস বেগম প্রমূখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.