|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৪
চাঁদপুরের ফরিদগঞ্জ ঐতিহ্যবাহী খান ফাউন্ডেশন পরিচালিত রামদাসেরবাগ তা'লীমুল কুরআন নূরানী মাদ্রাসার ২০২৩ শিক্ষাবর্ষে বার্ষিক পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকালে মাদ্রাসার মাঠে মাদ্রাসার সভাপতি হাজী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইয়াছিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার।
তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব আমাদের সমাজকে সুন্দর করে তোলে। আমরা মানুষ হিসেবে সমাজের কাছে যেমনি মৌলিক অধিকার গুলো পেতে চাই একইভাবে এই সমাজকে পরিচালনায় যারা নেতৃত্ব দিবে, তাদের বাছাই প্রক্রিয়ার যে নির্বাচন আমাদের সর্বোচ্চ সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল হাসান সাউদ, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসাইন আহমেদ রাজন শেখ, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ খাঁন, রামদাসেরবাগ আলিম মাদরাসার সাবেক আরবী প্রভাষক, মুফতি মাও. তাজুল ইসলাম খান, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান পাটওয়ারী, তালীমুল কুরআন নূরানী মাদরাসার সহ-সভাপতি আবু তাহের পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. মোঃ শামছুল ইসলাম, মো.বাচ্চু পাটওয়ারী, সমাজসেবক মো. আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রমিজুল ইসলাম স্বপন, রামদাসেরবাগ তা'লীমুল কুরআন নূরানী মাদ্রাসার পরিচালক: কামাল খান, হারুন খান, আরিফ খান, রুবেল খান, শিক্ষার্থীরা, অভিভাবকগণ ও সংবাদকর্মী।
আলোচনা পর্ব শেষে মাদ্রাসাটির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং খাঁন ফাউন্ডেশনের আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপহার তুলে দেয়া হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.