|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ছাত্রলীগের বৃক্ষ রোপন
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৪
পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য্য বর্ধন ও গ্রীণ হাউজের প্রভাব থেকে প্রাণিকূল রক্ষার্থে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রলীগ বিভিন্ন সড়কের পাশে বৃক্ষ রোপন কর্মসুচী গ্রহন করেন। গত শনিবার বিকেলে উপজেলার নওদা ও বাগজানা এলাকায় বিভিন্ন প্রজাতির পাঁচ’শতাধিক গাছের চারা রোপন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আকরাম হোসেন তালুকদার ও সাধারন সম্পাদক পলাশ কুমার ঘোষ বৃক্ষ রোপন কর্মসুচীর শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাফিজ হোসেন, যুগ্ন-সম্পাদক জহুরুল ইসলাম, অন্যতম সদস্য মোঃ রাফি হোসেন, বাগজানা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাশিদুল ইসলাম, বালিঘাটা ইউপি ছাত্রলীগের সম্পাদক রিয়াদ হোসেন ও আটাপুর ইউপি ছাত্রলীগ নেতা মেহেদী হোসেন সহ অনেকেই। উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সম্পাদক পলাশ কুমার ঘোষ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে আমরা পাঁচবিবি উপজেলা ছাত্রলীগ বৃক্ষ রোপন কর্মসুচী হাতে নিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার গুরত্বপূর্ন রাস্তার পাশে গাছের চারা রোপন করব। জানান এ ছাত্রনেতা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.