|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করেন ভূমি জবরদখলে করেন আব্দুর রহমান
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৪
হাইকোটের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুর রহমান গং রা অসহায় পরিবারের মুক্তার ও তার
মেয়ে রেহেনা আক্তার জেমি বাধা দিলে তার উপর হামলা করেন বসত বাড়ী ঘর জমি অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় দখল করার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ০৯, টা সময় লক্ষ্মীপুর সদর উপজেলা ১৮নং কুশাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শান্তির হাট বাজারের পাশে
মুক্তার হোসেনের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে
যুবলীগ নেতা জাহাঙ্গীর জানিয়েছেন, কুশাখালী মৌজার ৭৭ ডিসেম জমি ওয়ারিশ ও ক্রয় সূত্রে মালিক মুক্তার হোসেন গং। এই জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে আব্দুর রহমান গংদের সাথে। এই সম্পক্তি নিয়ে হাইকোর্ট রিভিশন মামলা করেন হাসান গং যাহার সিভিল রিভিশন নং ৪৬/২০২১ইং। ৬ছয় মাসের জন্য বিরোধকৃত সম্পক্তিতে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট বিচার বিভাগ।
আব্দুর রহমান, গং প্রায় দেড় থেকে ৩ শতাধিক লাঠিয়াল বাহিনী নিয়ে অবৈধভাবে ভোগদখলকৃত সম্পক্তি
ইউ পি সদৃশ্য কামাল জানান, বাড়ী ঘর ভাংচুর করে লুটে নেয় আব্দুর রহমান, মোবাশ্বেরা বেগম,পারভীন গং। এ জমির মালিক মুক্তার হোসেন বলেন, আমার মেয়ে জেমি কে মারধর করে সদর হাসপাতালে পাঠাইছে
আব্দুর রহমান গং রা এই সম্পত্তি আব্দুর রহমান ৫পাঁচ মাস আগে আমার কিনা। ২০১৪ইং সালে অভিযুক্তরা প্রায় ৮৮ ডিসেম সম্পত্তি জবরদখল করে।
চন্দ্রগঞ্জ থানা (ওসি) এমদাদুল হক বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে আব্দুর রহমা, মোবাশশারা জমি জরপূর্বক বসত বাড়ি ঘরে
দখল করে রেহেনা আক্তার জেমি বাধা দিলে তার উপর হামলা করে ও গাছ কেটে নেয় বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.