|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে তীব্র দাবদাহে অসহায় মানুষের পাশে জেলা প্রশাসক
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৪
সারাদেশে তীব্র দাবদাহ চলছে। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত।এরি মাঝে আজ শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের হাতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
আজ শনিবার দুপুর ২টায় ফরিদপুর শহরের সাধারণ মানুষ, পথচারী, রিক্সাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে স্বস্তি আনয়নে কমপক্ষে ২০০ লোকের মাঝে বিনামূল্যে ২ লিটার সুপেয় পানি ও ২টি করে খাবার স্যালাইনের ব্যবস্থা করেছে ফরিদপুর জেলা প্রশাসন।
এ সময় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকতার বলেন, এই তাপদাহ যতদিন পর্যন্ত চলবে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে আমাদের এই সুপেয় খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ চলবে। আমরা রোজ কমপক্ষে ২০০ মানুষকে বিনামূল্যে ২ লিটার সুপেয় পানি ও ২টি করে খাবার স্যালাইন সর্বরাহ করব। প্রয়োজন হলে আমরা এর বেশি বৃদ্ধি করবো। পাশাপাশি তাপদাহে সতর্কতা অবলম্বন করতে হবে। মানুষের মাঝে তাপদাহে কি কি করণীয় সেটা নানান ভাবে তুলে ধরতে হবে। সৃষ্টিকর্তা সবকিছু দান করেন আবার তিনি সব কিছুর পরিতান করেন। আশা রাখি এমন প্রভাব বেশিদিন থাকবে না। এ সময় তীব্র তাপদাহে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারায় এবং জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল প্রমুখ।
জনজীবনে স্বস্তি ফেরাতে তৃষ্ণার্ত রিক্সাচালক, অটোরিক্সা ও সিএনজি চালক এবং পথচারীদের মধ্যে নিরাপদ ২ লিটার সুপেয় পানি ও ২টি করে খাবার স্যালাইন পানি বিতরণ করা হয়।
।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.