|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে নিরাপদ মাছের আবাসস্থল উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে নিরাপদ মাছচাষের আবাসস্থলের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নাকরগাছি এলাকায় ছোট যমুনা নদীর জলাশয়ে নিরাপদ মাছচাষের অভয়াশ্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ মারুফ আফজাল রাজন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছাঃ মাহমুদা খাতুন পপি। উপজেলা মৎস্য অফিসার মাহমুদা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে সরকার মাছের বংশ বৃদ্ধির লক্ষে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় যমুনা নদীর জলাশয়ে মাছের জন্য নিরাপদ আবাসস্থল করা হলো। তিনি আরো বলেন, এখানে মাছ ধরা সম্পূর্ন নিষেধ ও দন্ডনীয় অপরাধ। আইন অমান্য করে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের নির্দেশক্রমে যমুনা নদীর জলাশয়ের চারপাশ লাল পতাকা টাঁঙ্গিয়ে দেওয়া হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.