|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ধানজুঁড়ি মিশন পরিদর্শন করলেন, ভ্যাটিকানের রাষ্ট্রদূত
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৪
এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে ধানজুঁড়ি মিশন পরিদর্শন করছেন, ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত মন্সিনিয়র কেভিন রান্ডাল। শুক্রবার ২৬ শে এপ্রিল দুপুরে উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের ধানজুঁড়ি মিশনটি পরিদর্শন করেন।
এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন, খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, ইউপি সদস্যগণসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ইউএনও নুজহাত তাসনিম আওন বলেন, নবাবগঞ্জ উপজেলার একটি গীর্জা উদ্বোধন করতে আসেন ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত। সেখান থেকে দুপুরে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ধানজুঁড়ি মিশন পরিদর্শনে আসেন। পরে মিশনে গীর্জায় জাতীর মঙ্গলে অন্যদের সঙ্গে প্রার্থনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.