|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
সাংবাদিক তুষার দাস ও প্রিয়ংকা দাসের একমাত্র কণ্যা তৃধার মুখে ভাত অনুষ্ঠানে প্রীতি ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৪
সাংবাদিক ও বিশিষ্ঠ ব্যাবসায়ী তুষার কান্তি দাস ও স্ত্রী পিয়ংকা দাসের একমাত্র কণ্যা প্রদিপ্তা দাস তৃধা মুখে ভাত বা অন্নপ্রাশন অনুষ্ঠান আজ ২৬ এপ্রিল শুক্রবার লাউডোব খুটাখালী বাজার নিজস্ব বাস - ভবনে অনুষ্ঠিত হয়েছে।এ লক্ষে দুপুর ১টারদিকে এক প্রীতিভোজের আয়োজন করে।,এতে উপস্হিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এলাকার সুধীজন ও আত্নীয় স্বজনরা।হিন্দুধর্মে যে ১৬ টি সংস্কারের কথা উল্লেখ আছেতার মধ্যে অন্যতম হল অন্নপ্রাশন সংস্কার।জন্মের মোটামোটি ছয়মাস পর শিশুর অন্নপ্রশন বা মুখে ভাত হয়ে থাকে।দুধ ছেড়ে প্রথমবার শস্য মুখে দেওয়ার এই দিনটি বিশেষ ভাবে পালন করার প্রথ রয়েছে।
অন্নপ্রাশন পালন করার ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে বলে প্রচলিত বিশ্বাস।অন্ন' শব্দের অর্থ ভাত বা খাবার এবং 'প্রাশন' এর অর্থ হল খাওয়া। তাই শিশুর প্রথম ভাত খাওয়া অনুষ্ঠানকেই অন্নপ্রাশন ধরা হয়।
সাংবাদিক তুষার দাস ও স্ত্রী প্রিয়ংকা দাসের একমাত্র কণ্যা প্রদিপ্ত দাস এর উজ্বল ভবিৎতের জন্য আর্শীর্বাদের জন্য প্রার্থনা করেছেন তৃধার পিতা সাংবাদিক তুষার দাস মাতা প্রিয়ংকে দাস।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.