|| ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি
ফরিদপুর জেলা ছাত্রলীগের শান্তি মিছিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৪
ফরিদপুর মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগরে সাম্প্রতিক দুই শ্রমিকের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে যে সকল অপশক্তি ফরিদপুরের পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুর রশিদ চৌধুরীর রিয়ান এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়
ফরিদপুর শহরের রুকসু ভবন হতে রাজেন্দ্র কলেজের মোড় পর্যন্ত এ শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত শান্তি মিছিলে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাহিম আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারন সম্পাদক মীর মো শান্ত,
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ সোহান, সাধারন সম্পাদক মেহেদি হাসান রানা, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক, দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী অর্ঘ্য, জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক কাউসার আহমেদ আবিদ সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মধুখালির উপজেলার ডুমাইন ইউনিয়নে সহোদর দুই ভাইকে হত্যার তীব্র নিন্দা ও সুষ্ঠ বিচারের দাবি জানান। এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.