|| ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে মনিক্স সুজ এর লাকী কূপন ড্র অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৪
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে 'সু' ব্যবসায়ী প্রতিষ্ঠান মনিক্স এর লাকী কূপন ড্র অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে কুলিয়ারচর বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটে মনিক্স এর নিজস্ব প্রতিষ্ঠানে এ লাকী কূপন ড্র অনুষ্ঠিত হয়। এসময় প্রথম পুরস্কার ১টি এন্ড্রোয়েড মোবাইল সেট পেয়েছেন ক্রেতা ওবায়দুল্লাহ, দ্বিতীয় পুরস্কার ১টি রাইসকোকার পেয়েছেন ক্রেতা হাসান ও তৃতীয় পুরস্কার ১টি ব্লেন্ডার সেট পেয়েছেন ক্রেতা ছায়েদা।
এছাড়া আরো ২৪টি পুরস্কারের মধ্যে ছিলো ব্লেন্ডার সেট-১টি, বাটন মোবাইল- ২টি, ফ্যান- ৪টি, হটপট- ৩টি, কিয়াম হিটার- ৩টি, সোপ সেট- ৫টি, ঢাকনা বাটি- ৩টি, বড় ঘড়ি- ১টি, ছোট ঘড়ি-১টি ও বড় মোড়া- ১টি।
এসময় প্রতিষ্ঠানের সত্বাধিকারী মো. শাহ্ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদ, মো. করম আলী, মাহমুদুল হাসান খান, মো. আইনুল, আহসান উল্লাহ, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. আলী সোহেল, সাংবাদিক শাহীন সুলতানা, সাংবাদিক মৌসুমী আক্তার ও সাংবাদিক আব্দুল গাফফার সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.