|| ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৪
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোছাঃ মিতালী আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মৃত মোছাঃ মিতালী আক্তার উপজেলার বড়চারা গ্রামের মোঃ শাজাহান মিয়ার ছেলে মোঃ সাকিব এর স্ত্রী।
শুক্রবার ( ২৬ এপ্রিল) সকল ৬ টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা গ্রামের মোঃ শাজাহান মিয়ার ছেলে মোঃ সাকিল এর বসত বাড়িতে এই ঘটনা ঘটে। তবে মোছাঃ মিতালীর পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
পতিবেশীরা জানান, এ ঘটনায় মোছাঃ মিতালীর শ্বশুর মোঃ শাজাহান মিয়ার ও স্বামী মোঃ সাকিব বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
একই ইউনিয়নে ফকির পাড়া গ্রামের মোঃ সাত্তার মিয়া (মিতালীর বাবা) হত্যার অভিযোগ করে বলেন, শ্বশুর, শাশুড়ী ও স্বামী মিলে আমর মেয়েকে হত্যা করেছে। সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে মেয়ে হত্যার বিচার দাবি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় একটি মামলা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.