|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শর্ত দিয়ে রোববার থেকে খুলছে প্রাথমিক স্কুল-DBO-News
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৪
শর্তের মাধ্যমে আগামী রোববার থেকে খুলছে প্রাথমিক স্কুল।
আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে খুলছে দেশের সব কয়টি শিক্ষাপ্রতিষ্ঠান। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় যে ঘাটতি হয়েছে তা পূরণে আগামী ৪ মে থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।
সেই হিসেবে রোববার থেকে প্রাথমিক স্কুলও খুলবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।
মূলত স্কুল খোলা ও বন্ধের ব্যাপারে সব সময় শিক্ষা মন্ত্রণালয়কেই অনুসরণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তবে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মাসুদ আকতার খান গণমাধ্যমকে বলেন, স্কুল খোলা-বন্ধের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে অনুসরণ করা হয়। মাধ্যমিক স্কুল যেহেতু খোলার সিদ্ধান্ত হয়েছে, তাই প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে জানানো হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.