|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৪
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় বৃহস্পতিবার দুপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ছয় দফা দাবি জানিয়ে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক চত্বরের মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। রংপুর বিভাগের বারোটি উপজেলায় একযোগে অনুষ্ঠিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের সাথে মিল রেখে এ কর্মসূচির আয়োজন করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ রাজারহাট উপজেলা শাখা ।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের রাজারহাট উপজেলা আহ্বায়ক সাজু সরকারের নেতৃত্বে কয়েকশত মানুষ উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করে তাদের দাবিগুলো তুলে ধরেন। তারা বলেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত সময়ে বাস্তবায়ন করা না হলে অপূরনীয় ক্ষতির সম্মুখীন হবে তিস্তা অঞ্চলের বাসিন্দারা। এছাড়াও দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান,সাংবাদিক রফিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য এনামুল হক,বখতিয়ার হোসেন শিশির,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.