|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুবাইয়ে বন্যার কারনে কমেছে স্বর্ণের দাম
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৪
৭৫ নছরের রেকর্ড ভাংগা বন্যা যেন কালের বর হয়েছে দুবাইয়ের স্বর্ণ প্রেমীদের জন্য।
ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় বিমানবন্দর চালু হলেও দোকানপাট ও শপিংমল গুলোতে ফেরেনি কর্মযগ্যে এমন মন্দার সময়ের মধ্যে এলো স্বর্ণ প্রেমীদের জন্য সুখবর।
অব্যাহত দরপতনে লাফিয়ে কমেছে স্বর্ণের দাম।
মঙ্গলবার ২৩ এপ্রিল মাত্র এক ঘণ্টায় স্বর্ণের দর পড়েছে ভরি প্রতি ৮০ ডলারের বেশি।
চব্বিশ ক্যারাটের প্রতি আউন্স স্বর্ণের দাম কমে হয়েছে ২৩০৫ ডলার। চলতি সপ্তাহে যা ছিল ২৪০০ ডলারের বেশি।
দুবাই জুয়েলারি গ্রুপ বলছে সোমবার বাজার বন্ধের সময় চব্বিশ ক্যারাটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ২৮৩.২৫ দিরহাম। মাত্র একদিনের ব্যবধানে স্বর্ণের দাম কমে চব্বিশ ক্যারাটের গ্রাম প্রতি সোনার দাম হয় ২৭৯.২৫ দিরহাম। সোমবার ২২ ক্যারেটের স্বর্ণ গ্রাম প্রতি বিক্রি হয় ২৫৮.০৫ দিরহাম মঙ্গলবার ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ২৫০.২৫ দিরহামে কেনেন ক্রেতারা।
তবে শুধু প্রাকৃতিক দুর্যোগের কারনে যে স্বর্ণের দাম কমেছে কথাটি তা নয়।
স্বর্ণের বাজার বিশ্লেষকদের মতে, উচ্চ মূল্যস্ফীতির কারনে বিশ্বব্যাপী বন্ডের দরপতনে কমছে স্বর্ণের দাম।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে ঋণের সুধের হার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এমন খবরে অনেক স্বর্ণ ব্যবসায়ী বাজার গুটিয়ে নিতে শুরু করেছেন। এতেই দুবাইয়ে কমতে শুরু করেছে স্বর্ণের দাম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.