|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুর নৌ পুলিশের অভিযান, ৬ লাখ টাকার কারেন্ট জাল সহ আটক ২
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৪
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ লাখ টাকার চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ করেন ফরিদপুরের কোতয়ালি নৌ পুলিশ ফাঁড়ি। এসময় ২ জন কে আটক করা হয়। বুধবার বিকালে সদর উপজেলার নর্থ চানেল ইউনিয়নের আলেক খা ডাঙ্গির দুলাল মৃধার বাড়িতে নৌ পুলিশ ফাঁড়ি ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে নর্থচ্যানেল ইউনিয়নের মোঃ মোহর মৃধার ছেলে দুলাল মৃধা (৫০) ও , দুলার মৃধার ছেলে শিপন মৃধা সহ দুইকে আটক করেন।
ফরিদপুরের নৌ পুলিশ ফাঁড়ি ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল রয়েছে। আমরা অভিযান পরিচালনা করে প্রায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করি এ সময় তাদের দুইজনকে আটক করি। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.