|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য ননীগোপাল মন্ডল
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৪
বুধবার ২৩ এপ্রিল সকাল ১০ টারদিকে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,উপজেলা কৃষিকর্মকর্তা শফিকুল ইসলাম,দাকোপ থানা পুলিশের উপ-পরিদর্শক এনামুল হক,উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,উপজেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি ও লাউডোব ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ,চেয়ারম্যান মিহির মন্ডল,চেয়ারম্যান
পঞ্চানন মন্ডল, মাসুম আলী ফকির, শেখ ছাব্বির আহম্মেদ, সুদেব রায়, মানস কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ গাজী, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান প্রমুখ। সভায় প্রচাণ্ড তাপদাহ থেকে রক্ষায় দাকোপে ১ লক্ষ ৫০ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা এবং উপজেলা প্রতিটি খেয়াঘাটে টোল চাট স্থাপন, রবি শস্যসহ তরমুজ পরিবহন সহস করা,উপজেলা নদী ভাঙ্গন,খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার কথা এ সময় বক্তৃতা তুলে ধরেন
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.