|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত এক
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় সম্পদ দাশ (৩৩) নামের এক নসিমন চালক নিহত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার সময় সীতাকুণ্ড উপজেলাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় ঢাকামুখী পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্পদ দাশ হলেন-চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এলাকার চিত্তরঞ্জণ দাশের পুত্র। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে নসিমনটি উল্টো পথে আসছিল এসময় একটি কাভার্ডভ্যান দ্রুত ও বেপরোয়া গতিতে এসে নসিমনটিতে ধাক্কা দেয়। এতে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং নসিমনের চালক কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম। এই অবস্থায় স্থানীয়রা আহত নসিমন চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এবিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, বাশঁবাড়িয়া এলাকায় বেপরোয়া গতিতে আসা চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান একটি নসিমন কে ধাক্কায় দেয়। এসময় নসিমনের চালক গুরুত্বর আহত হয়, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে সেখানে তার মৃত্যু হয়। এঘটনায় কাভার্ডভ্যান ও নসিমনটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.