|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৪
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে ১৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৩ এপ্রিল(আজ) মঙ্গলবার ভোর রাতে একটি চা দোকানের লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থাণীয়রা জানায়। শাহরাস্তি ফায়ার সার্ভিস দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বেই ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সহ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থাণীয় কাউন্সিলরের সাথে কথা বলে জানা গেছে, ঠাকুর বাজারের বিসমিল্লাহ সূতা ঘর ,অনিল টি ষ্টল , টিপটপ লন্ড্রী, বিসমিল্লাহ আলু আড়ত, পরেশ ষ্টোর, আক্তার ষ্টোর
সহ ১৪ ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান বলেন, রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রচেষ্টায় পুরো বাজার রক্ষা করা সম্ভব হয়েছে।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, একটা লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কয়েক কোটি টাকা ধারণা করা হলেও এখনও সম্পূর্ণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
ভুক্তভোগীরা জানান, প্রতিটি দোকাণীর বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়া আছে। এমনকি ব্যাংক থেকেও কয়েকজনের ঋণ করা রয়েছে। বর্তমানে ঋণ পরিশোধ দূরের কথা পরিবারের বরণ-পোষণ নিয়েই শঙ্কায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা। মাননীয় সাংসদের সহযোগিতা চেয়েছেন তারা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.