|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির অসুস্থ্য সাংবাদিককে হুইল চেয়ার প্রদান
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অসহায় অসুস্থ্য প্রবীন সাংবাদিক প্রদীপ অধিকারীকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া উপজেলার ২০’জন ভিক্ষুককে পূর্নবাসনের নিমিত্তে ৮০টি ছাগল ও ছাগল লালন-পালনে তৈরী খাদ্যও বিতরণ করা হয়। গত সোমবার বিকালে পাঁচবিবি সমাজসেবা অফিস চত্বরে ভিক্ষুকদের মাঝে ছাগল ও খাদ্যগুলো বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে মহীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বীর কার্যালয়ে অসুস্থ্য সাংবাদিক বাবু প্রদীপ অধিকারীর হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। এসময় ডাঃ ফজলে রাব্বী সহ হাসপাতালের জুনিয়র কনসালট্রেন্ট ডাঃ সাবা-আল গালিব, মেডিকেল অফিসার ডাঃ নুরুল আমিন, ডেন্টাল সার্জন ডাঃ হাবিবুল হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান,এবং মোহনা টিভি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক জনাব আক্তার হোসেন বকুল উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.