|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় ব্যবসায়ীদের সাথে ইউএনও মতবিনিময়
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৪
ফেনীর ছাগলনাইয়া মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন ইউএনও সাইফুল ইসলাম কমল।
সভায় ছাগলনাইয়া পৌর শহরের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে নেতৃত্ব দেন ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. বদরুদ্দোজা ভূঞাঁ তারেক। এসময় উপস্থিত ছিলেন কমিটির অন্যন্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল বলেন, বর্তমানে অগ্নি কান্ডে দেশের অনেক জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে। পুড়ে ছাঁই হচ্ছে দোকানপাট এতে ব্যবসায়ী ও দেশের ক্ষতি হচ্ছে। তাই সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন নেভানো বা নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবহৃত অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, সকল ব্যবসায়ীকে আগামী ১৫ দিনের মধ্যে ফায়ার সিলিন্ডার ক্রয় করতে হবে। যাতে প্রাথমিক ভাবে আগুন নিভানো যায়।
ছাগলনাইয়া ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঞাঁ তারেক বলেন, সকল ব্যবসায়ী আগামীতে ফায়ার সিলিন্ডার ক্রয় সহ আগুন নিভানোর সকল ব্যবস্থা গ্রহণ করবেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.