|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৪
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন চাঁদপুর সদরের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
মঙ্গলবার (২৩) এপ্রিল সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন।
মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৭ জনের মনোনয়নই চূড়ান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে।
এসময় প্রার্থী ও প্রার্থীর প্রস্তাবকারী, সমর্থনকারীসহ সহকারী রিটার্নিং অফিসারগন উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.